জলাবদ্ধতায় দুর্ভোগে শিক্ষার্থী-শিক্ষক, শালমারা এলাকায় ভোগান্তি চরমে
নাটোরের সিংড়া উপজেলার ইটালি ইউনিয়নের শালমারা এলাকায় জলাবদ্ধতার কারণে চরম ভোগান্তিতে পড়েছেন শতাধিক শিক্ষার্থী ও শিক্ষক। প্রতিদিন কখনো কোমর পানি, কখনো হাঁটু পানি মাড়িয়ে স্কুল ও মাদ্রাসায় যেতে হচ্ছে তাদের।
এই জলাবদ্ধতার কারণে শিশুদের জামা-কাপড়, বই-খাতা ভিজে যাচ্ছে প্রতিদিনই। ফলে শিক্ষার পরিবেশ নষ্ট হওয়ার পাশাপাশি অভিভাবকেরাও চরম উদ্বেগে রয়েছেন।
স্থানীয়রা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে এ সমস্যার সমাধান না হওয়ায় এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। দ্রুত ড্রেনেজ ব্যবস্থা ও পানি নিষ্কাশনের উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
Md Nazmul Islam 













