নাটোর আধুনিক সদর হাসপাতালে রোগীদের ভোগান্তি কখন কমবে—এমন প্রশ্ন তুলছেন ভুক্তভোগীরা।
আজ (মঙ্গলবার) হাসপাতালে বৃদ্ধসহ বিভিন্ন বয়সী অসংখ্য রোগী চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ ডা. এস. এম. ফরহাদকে দেখানোর জন্য অপেক্ষা করছিলেন। কিন্তু তিনি রোগী দেখার পরিবর্তে ঔষধ কোম্পানীর প্রতিনিধিদের সাথে ব্যস্ত সময় কাটান। পরে আবার চলে যান একটি মিটিংয়ে।
এ বিষয়ে সিভিল সার্জন ও ডা. এস. এম. ফরহাদ জানিয়েছেন—ঔষধ কোম্পানীর প্রতিনিধিরা একটি সেমিনারের আমন্ত্রণ জানাতে গিয়েছিলেন। তবে অপেক্ষমাণ রোগীরা দাবি করেছেন, তারা দীর্ঘ সময় অপেক্ষা করেও চিকিৎসা পাননি।
রোগীদের প্রশ্ন—“হাসপাতালের চিকিৎসকরা যদি কোম্পানী প্রতিনিধি আর মিটিং নিয়েই ব্যস্ত থাকেন, তবে সাধারণ মানুষ চিকিৎসা সেবা পাবে কবে?”
👉 নাটোর আধুনিক সদর হাসপাতালে রোগীদের এ দুর্ভোগ দ্রুত সমাধান হবে কিনা, এখন তাই দেখার বিষয়।
Md Nazmul Islam 












