নাটোরের নলডাঙ্গা উপজেলার বিপ্রবেলঘড়িয়া ইউনিয়নের নশরতপুর গ্রামে পারিবারিক জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে এক নারীর মৃত্যু ও তার ছেলে গুরুতর আহত হয়েছেন।
রবিবার (২০ জুলাই) দুপুর আনুমানিক আড়াইটার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা গেছে, নশরতপুর গ্রামের দুই সহোদর আব্দুল খালেক ও আব্দুল বারেকের মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। এ বিরোধের জেরে রবিবার দুপুরে কথাকাটাকাটির একপর্যায়ে খালেকের ছেলে মেহেদী হাসান (মিরাজ) ক্ষিপ্ত হয়ে চাচা আব্দুল বারেকের বাড়িতে ঢুকে পড়ে এবং ধারালো হাসুয়া দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে।
এ সময় বারেকের স্ত্রী খালেদা বেগম (৪৫) ও ছেলে সেলিম গুরুতর জখম হন। স্থানীয়রা ও পরিবারের সদস্যরা দ্রুত তাদের উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। তবে কর্তব্যরত চিকিৎসক খালেদা বেগমকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত সেলিম বর্তমানে সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, “পারিবারিক জমি সংক্রান্ত বিরোধ থেকেই এই হামলার ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং অভিযুক্ত মেহেদী হাসানকে আটক করা হয়েছে। এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পাওয়ার পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য অতিরিক্ত নজরদারি জোরদার করেছে।
Md Nazmul Islam 












