নাটোরের নলডাঙ্গা উপজেলার চৌখালি গ্রামে দেখা দিয়েছে ব্যতিক্রমধর্মী এক দৃশ্য।
এলাকার চৌখালি জামে মসজিদের পাশে “বিশ্বাসের পানি” নিতে প্রতিদিন ভিড় করছেন হাজারো মানুষ। বিশেষ করে শুক্রবার হলে এ ভিড় আরও বেড়ে যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, মসজিদের ইমাম নিজেই এই পানি বিতরণ করছেন। মানুষের বিশ্বাস, এই পানি পান করলে বিভিন্ন রোগবালাই থেকে মুক্তি পাওয়া যায় এবং নানা সমস্যার সমাধান ঘটে।
এই “বিশ্বাসের পানি” ঘিরে এলাকাজুড়ে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। জমেছে ভ্রাম্যমাণ দোকান ও অটোরিকশার সারি। অনেকেই দূরদূরান্ত থেকে এসে পানি সংগ্রহ করে বাড়ি নিয়ে যাচ্ছেন।
তবে এই পানি নিয়ে স্থানীয়ভাবে কেউ কেউ প্রশ্নও তুলছেন – এটির পেছনে ধর্মীয় বিশ্বাস, না কি কুসংস্কার?
সংরক্ষিত
Md Nazmul Islam 














