০৭:১১ অপরাহ্ন, রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

বাস টিকিট সংকটে যাত্রীদের পাশে দাঁড়ালেন নাটোরের পুলিশ সুপার

  • Nazmul Islam
  • Update Time : ০২:৪৫:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫
  • ১১৪ Time View

ঢাকাগামী বাসের টিকিট সংকটে যখন সাধারণ মানুষ বিশেষ করে নিম্ন আয়ের যাত্রীরা হাহাকার করছিলেন, তখন তাদের পাশে দাঁড়িয়ে মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন নাটোরের পুলিশ সুপার আমজাদ হোসেন। শুক্রবার (১৩ জুন) দুপুরে বড় হরিশপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে দুটি বাসের মাধ্যমে এই যাত্রীদের বিনামূল্যে ঢাকায় ফেরার ব্যবস্থা করে দেন তিনি।

পুলিশ সুপার দুপুরে হঠাৎ টার্মিনালে পরিদর্শনে যান। উদ্দেশ্য ছিল যাত্রী হয়রানি ও অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ। এ সময় তিনি লক্ষ্য করেন, শত শত যাত্রী বাস না পেয়ে টার্মিনালে অপেক্ষা করছেন। অনেকে টিকিট পেলেও উল্লেখযোগ্য সংখ্যক যাত্রী টিকিটই পাননি।

মানবিক বিবেচনায় এই বিপাকে পড়া যাত্রীদের সহায়তায় এগিয়ে আসেন পুলিশ সুপার। তিনি দুটি বাসের ব্যবস্থা করে বিনামূল্যে যাত্রীদের ঢাকায় ফেরার সুযোগ করে দেন।

এই উদ্যোগে স্বস্তি প্রকাশ করেন ভুক্তভোগীরা। তারা কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “পুলিশ সুপারের এ মানবিক উদ্যোগ আমাদের মনে সাহস জুগিয়েছে। এমন মানবিক পুলিশ প্রশাসনই আমরা চাই।”

Tag :
জনপ্রিয় পোস্ট

নাটোর আধুনিক সদর হাসপাতালে শিশু বিশেষজ্ঞ ডা. ইউসুফ হোসেন স্যারের প্রতি রোগী পরিবারের কৃতজ্ঞতা