০৭:২৩ অপরাহ্ন, রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

পরকীয়ার জেরে লাকির মর্মান্তিক মৃত্যু

  • Nazmul Islam
  • Update Time : ১২:২৮:৩৭ অপরাহ্ন, বুধবার, ১১ জুন ২০২৫
  • ১২৩ Time View

 

নাটোর-বগুড়া মহাসড়কের জলারবাতা এলাকায় গলা কেটে শামসুন নাহার লাকি (৩৫) নামের এক নারীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে বগুড়ার দমদমা এলাকা থেকে চার যুবককে গ্রেফতার করেছে।

লাকির বাড়ি বগুড়া জেলার শেরপুর উপজেলার বিশালপুর ইউনিয়নের সীমলা গ্রামে। তিনি কৃষক গোলাপ হোসেনের স্ত্রী। স্থানীয় সূত্রে জানা গেছে, লাকি সম্প্রতি স্বামী ও সংসার ছেড়ে পরকীয়ার জেরে অন্যত্র চলে যান। এরই পরিপ্রেক্ষিতে জলারবাতা এলাকায় তাকে গলা কেটে হত্যা করা হয় বলে ধারণা করছে পুলিশ।

নাটোর সদর থানার ওসি জানান, প্রাথমিক তদন্তে পারিবারিক ও অবৈধ সম্পর্কজনিত বিষয়েই এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রমাণ পাওয়া গেছে। দমদমা থেকে গ্রেফতার করা চারজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।

মৃতদেহটি ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Tag :
জনপ্রিয় পোস্ট

নাটোর আধুনিক সদর হাসপাতালে শিশু বিশেষজ্ঞ ডা. ইউসুফ হোসেন স্যারের প্রতি রোগী পরিবারের কৃতজ্ঞতা