নাটোর-রাজশাহী মহাসড়কে পুলিশ পরিচয়ে দুই পান ব্যবসায়ীর কাছ থেকে এক লাখ ৭৫ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় প্রধান আসামী জীবন হোসেন (৩০) কে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দুপুর ২টার দিকে তাকে পাবনার ছোট শালগাড়িয়া এলাকা থেকে আটক করা হয়। জীবন একই এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান জানান, গত ১৭ মে সকালে রাজশাহীর পুঠিয়া উপজেলার তেলিপাড়া গ্রামের আবুল হোসেন ও বেল্লাল হোসেন নাটোরের দত্তপাড়া পান মোকামে পান বিক্রি করতে আসেন। বিক্রি শেষে হিউম্যান হলারে করে ফেরার পথে বিকেল চারটার দিকে চাঁদপুর এলাকায় পৌঁছালে একটি মোটরসাইকেলযোগে দু’জন তাদের গতিরোধ করে। পুলিশ পরিচয়ে অস্ত্র ও ছুরি দেখিয়ে তারা ব্যবসায়ীদের কাছ থেকে এক লাখ ৭৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
ঘটনার সময় বেল্লাল হোসেন তার মোবাইল ফোনে একটি ভিডিও ধারণ করেন, যেখানে ছিনতাইকারীদের চেহারা স্পষ্টভাবে দেখা যায়। ওইদিন সন্ধ্যায় ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে ঘটনাটি নাটোর সদর থানায় মামলা হিসেবে নথিভুক্ত হয়।
মামলার তদন্তে নেমে পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রধান আসামী জীবন হোসেনকে শনাক্ত ও গ্রেফতার করে। ওসি মাহাবুবুর রহমান জানান, জীবনের সহযোগীকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
এ ঘটনা নাটোরসহ আশপাশের এলাকায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। পুলিশের দ্রুত অভিযান ও গ্রেফতারের ফলে কিছুটা স্বস্তি ফিরে এসেছে এলাকাবাসীর মধ্যে।
Nazmul Islam 












