০৭:১১ অপরাহ্ন, রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহীতে করোনার নতুন প্রাদুর্ভাব: দুই দিনে আক্রান্ত ১১, ৪ জন চিকিৎসক

  • Nazmul Islam
  • Update Time : ০৮:১২:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫
  • ১১৭ Time View

রাজশাহীতে আবারও করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। গেল দুই দিনে ১১ জনের শরীরে করোনার উপস্থিতি শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে রয়েছেন চারজন চিকিৎসকও।

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) সূত্রে জানা গেছে, সোমবার (২ জুন) কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের পিসিআর ল্যাবে ১৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৯ জনের রিপোর্ট পজিটিভ আসে। তার আগের দিন রোববার (১ জুন) মাত্র দুইজনের পরীক্ষা হলেও, দুজনেরই রিপোর্ট পজিটিভ ছিল।

আক্রান্তদের মধ্যে একজন বর্তমানে রামেক হাসপাতালে ভর্তি রয়েছেন এবং তিনি শ্বাসকষ্টে ভুগছেন। বাকিরা নিজ নিজ বাড়িতে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।

রামেকের অধ্যক্ষ প্রফেসর ড. খন্দকার মো. ফয়সল আলম জানিয়েছেন, আক্রান্তদের মধ্যে সবার উপসর্গ প্রায় একই রকম—হালকা জ্বর, সর্দি, কাশি ও গা ব্যথা। আক্রান্তদের পরিবারের সদস্যদের মধ্যেও উপসর্গ দেখা যাচ্ছে বলে জানিয়েছেন তিনি।

তিনি আরও বলেন, “বর্তমানে রাজশাহীতে কেবল রামেক কলেজের পিসিআর ল্যাবেই করোনা পরীক্ষা হচ্ছে। রামেক হাসপাতালের নিজস্ব পিসিআর ল্যাব গত বছর থেকেই বন্ধ আছে। ফলে টেস্টের সুযোগও সীমিত।”

এদিকে, রাজশাহী সিভিল সার্জন রাজিউল করিম জানিয়েছেন, “এ বিষয়ে এখনও অফিসিয়ালি কিছু জানি না। সাংবাদিকদের কাছ থেকেই প্রথম শুনেছি। কাল লোক পাঠিয়ে খোঁজ নেয়া হবে।”

সাম্প্রতিক এই সংক্রমণ পরিস্থিতি নতুন করে উদ্বেগের সৃষ্টি করেছে। স্বাস্থ্যবিভাগের পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন সচেতন মহল।

সোর্স: ঢাকা পোস্ট

Tag :
জনপ্রিয় পোস্ট

নাটোর আধুনিক সদর হাসপাতালে শিশু বিশেষজ্ঞ ডা. ইউসুফ হোসেন স্যারের প্রতি রোগী পরিবারের কৃতজ্ঞতা