০৭:৫৮ অপরাহ্ন, রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

নাটোরের সিংড়ায় ৭ লাখ টাকার অবৈধ জাল জব্দ, দুইজনকে জরিমানা

  • Nazmul Islam
  • Update Time : ০২:১৪:২৭ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫
  • ৬০ Time View

নাটোর প্রতিনিধি: নাটোরের সিংড়ায় চায়না দুয়ারী ও কারেন্ট জালের বিরুদ্ধে পরিচালিত বিশেষ অভিযানে প্রায় ৭ লাখ টাকার অবৈধ জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন।

 

সোমবার (২ জুন) সকালে এ অভিযান যৌথভাবে পরিচালনা করেন সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ শাহাদত হোসেন এবং সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম।

 

অভিযান চলাকালে উপজেলার তিনটি গুদামে মজুত রাখা বিপুল পরিমাণ অবৈধ চায়না ও কারেন্ট জাল পাওয়া যায়। এসব জাল মৎস্য সংরক্ষণ আইনে সম্পূর্ণ নিষিদ্ধ এবং জলজ জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি হিসেবে বিবেচিত।

 

ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযুক্ত শোভন (২৭), পিতা সাহাদত, কে ৫ হাজার টাকা এবং খালিদ (২৯), পিতা মোশারফ, কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

 

পরে সিংড়া কোর্ট মাঠে জনসম্মুখে জব্দকৃত সব জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম বলেন, “অবৈধ মৎস্য আহরণ রোধে এ ধরনের অভিযান চলমান থাকবে। দেশের মৎস্যসম্পদ রক্ষায় এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ।”

Tag :
জনপ্রিয় পোস্ট

নাটোর আধুনিক সদর হাসপাতালে শিশু বিশেষজ্ঞ ডা. ইউসুফ হোসেন স্যারের প্রতি রোগী পরিবারের কৃতজ্ঞতা