নাটোর, বৃহস্পতিবার:
নাটোরের শেরে বাংলা উচ্চবিদ্যালয়ে কর্মরত দপ্তরি সিরাজের প্রাপ্য ৫ মাস ২৯ দিনের বেতন ‘বিনা অপরাধে’ বন্ধ করে দিয়েছেন প্রধান শিক্ষক—এমন অভিযোগে উত্তাল হয়ে ওঠে বিদ্যালয় চত্বর। আজ বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ের শত শত শিক্ষার্থী ক্লাস বর্জন করে মহাসড়ক অবরোধ করে।
শিক্ষার্থীদের প্রধান দাবি ছিল, দপ্তরি সিরাজকে দ্রুত তার প্রাপ্য বেতন পরিশোধ করতে হবে এবং তাকে পুনরায় বিদ্যালয়ে কাজে যোগ দিতে দিতে হবে। তারা বলেন, “অন্যায়ভাবে একজন নিষ্ঠাবান কর্মচারীর জীবিকা বন্ধ করা হয়েছে—আমরা সেটা মেনে নেব না।”
এ সময় শিক্ষার্থীরা স্লোগান দেন এবং দাবি করেন, জেলা প্রশাসক (ডিসি) সরাসরি ঘটনাস্থলে এসে তাদের কথা শুনুন এবং ব্যবস্থা নিন।
জেলা প্রশাসক জরুরি কাজে ব্যস্ত থাকায় তিনি উপস্থিত থাকতে না পারলেও মোবাইল ফোনে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। তিনি আশ্বাস দেন যে, বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে এবং ন্যায্য অধিকার নিশ্চিত করা হবে।
ডিসির আশ্বাসে শিক্ষার্থীরা শান্ত হয় এবং অবরোধ তুলে নেয়। দীর্ঘ সময় পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
Nazmul Islam 










