নাটোর প্রতিনিধি:
নাটোর শহরের “ভাই ভাই বেডিং হাউজ” নামক একটি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ সোমবার (২৬ মে) বেলা ১১টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুন লাগার খবর পেয়ে স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
তবে ঠিক কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে বা মোট ক্ষয়ক্ষতির পরিমাণ কত, তা নিশ্চিত করে জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
দোকানের মালিক শহিদুল ইসলাম জানান, কারো ফেলে দেওয়া সিগারেটের আগুন থেকেই এই দুর্ঘটনা ঘটেছে বলে তিনি ধারণা করছেন। তার দাবি, এতে প্রায় ১২-১৫ লক্ষ টাকার মালামাল এবং নগদ ৪০ হাজার টাকা পুড়ে গেছে। দোকানে থাকা ফোম, তুলা, কাপড়সহ দাহ্য বস্তু থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
এ বিষয়ে জানতে নাটোর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডিআইডি আক্তার হামিদের সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
প্রসঙ্গত, ঘটনার সময় দোকানের আশপাশে থাকা অন্যান্য দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠানেও আতঙ্ক ছড়িয়ে পড়ে, তবে বড় ধরণের দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গেছে বলে জানিয়েছে স্থানীয়রা।
Nazmul Islam 













