০৭:৩৭ অপরাহ্ন, রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

লালপুরে আম পাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, গুলিবর্ষণ ও ভাঙচুর

  • Nazmul Islam
  • Update Time : ১১:১২:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫
  • ৬৩ Time View

 

নাটোরের লালপুর উপজেলায় আম পাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, হাতাহাতি ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২০ মে) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের ফকির চাঁদ গোসাইয়ের আশ্রম এলাকায় এই ঘটনা ঘটে। এসময় দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়া হয় এবং দুটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোসাই আশ্রমসংলগ্ন বাগানের মালিকানা ও আম পাড়া নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল নাসির (৩৫) ও মিল্টন (৩৫) নামের দুই ব্যক্তির মধ্যে। মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে নাসির ও তার অনুসারীরা বাগান থেকে আম পাড়তে গেলে মিল্টনের পক্ষ বাধা দেয়। এসময় দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি থেকে হাতাহাতি শুরু হয়।

পরিস্থিতি আরও উত্তপ্ত হলে মিল্টনের অনুসারীরা দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে ঘটনাস্থলে এসে দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে এবং দুটি মোটরসাইকেল ভাঙচুর করে। গুলির শব্দে আশপাশের এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

উভয়পক্ষই পরস্পরের বিরুদ্ধে দায় চাপিয়ে বক্তব্য দিয়েছেন। নাসির ও মিল্টন দাবি করেন, একে অপরের লোকজন নিজেরা ঘটনা ঘটিয়ে তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছে।

এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুজ্জামান বলেন, “ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তদন্ত চলছে এবং এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।”

 

Tag :
জনপ্রিয় পোস্ট

নাটোর আধুনিক সদর হাসপাতালে শিশু বিশেষজ্ঞ ডা. ইউসুফ হোসেন স্যারের প্রতি রোগী পরিবারের কৃতজ্ঞতা