মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যার চাঞ্চল্যকর মামলার রায় ঘোষণা করা হবে আগামী ১৭ মে। অভিযোগ গঠনের মাত্র ২১ দিনের মাথায় মামলার বিচারিক কার্যক্রম শেষ হয়। মঙ্গলবার (১৩ মে) সকালে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায় ঘোষণার এই তারিখ নির্ধারণ করেন। এ সময় মামলার চার আসামি আদালতে উপস্থিত ছিলেন।
এর আগে সোমবার (১২ মে) রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের আইনজীবীরা মামলার তথ্য-প্রমাণ বিশ্লেষণ করে যুক্তি উপস্থাপন করেন। তবে পরিপূর্ণ যুক্তি উপস্থাপিত না হওয়ায় মঙ্গলবার ফের শুনানি হয় এবং শেষে রায়ের দিন ধার্য করা হয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, মামলায় মোট ২৯ জন সাক্ষ্য দিয়েছেন। তিনি আরও বলেন, “উপস্থাপিত সাক্ষ্য-প্রমাণে আসামি হিটু শেখের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে।”
উল্লেখ্য, গত ৬ মার্চ মাগুরা সদরের নিজনান্দুয়ালী গ্রামে বোনের শ্বশুরবাড়ি বেড়াতে গিয়ে শিশু আছিয়া ধর্ষণ ও হত্যাচেষ্টার শিকার হয়। পরে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৩ মার্চ মৃত্যু হয় তার।
Nazmul Islam 















