আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও খ্যাতিমান লোকগানের শিল্পী মমতাজ বেগমকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার (১২ মে) রাত ১১টা ৪৫ মিনিটে রাজধানীর ধানমন্ডির স্টার কাবাবের পেছনে একটি বাসা থেকে তাকে আটক করা হয়।
ডিবি পুলিশের একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, মমতাজ বেগমের বিরুদ্ধে খুনের মামলাসহ একাধিক ফৌজদারি মামলা রয়েছে। এসব মামলার প্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয়েছে।
জনপ্রিয় কণ্ঠশিল্পী হিসেবে দীর্ঘদিন ধরেই পরিচিত মমতাজ বেগম মানিকগঞ্জ-২ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে পরপর দুইবার জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন। তবে রাজনীতির পাশাপাশি সংগীত জগতেও তার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে।
Nazmul Islam 















