নাটোরের লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলের এক নারী কর্মকর্তার অন্তরঙ্গ ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় প্রতিষ্ঠানটির সিআইসি (চিফ ইনচার্জ) শফিউদৌলাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১০ মে) ভোরে উপজেলার দুড়দুড়িয়া গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তিনি ওই এলাকার আবু বক্কর সিদ্দিকের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, চাকরির সুবাদে শফিউদৌলার সঙ্গে ওই নারীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ২০২২ সালের ডিসেম্বর মাসে গোপালপুরের একটি ভাড়া বাসায় নিয়ে গিয়ে কৌশলে মোবাইলে তার অশ্লীল ছবি ও ভিডিও ধারণ করে। যদিও তখন বিষয়টি মীমাংসা করা হয়েছিল, তবে ২০২৫ সালের ৬ থেকে ৯ মে পর্যন্ত অজ্ঞাত নম্বর থেকে হোয়াটসঅ্যাপে ভিডিও পাঠিয়ে অর্থ দাবি করা হয়। হুমকি দেওয়া হয় টাকা না দিলে ভিডিও ফাঁস করে দেওয়া হবে। টাকা না দেওয়ায় শুক্রবার সন্ধ্যায় ভিডিওগুলো ছড়িয়ে দেওয়া হয়।
এ ঘটনায় ভুক্তভোগী নারী লালপুর থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন। লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুজ্জামান জানান, গ্রেপ্তারকৃত শফিউদৌলাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
এদিকে, নর্থ বেঙ্গল সুগার মিল কর্তৃপক্ষ অভিযুক্ত কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে। ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফরিদ হোসেন ভূঁইয়া জানান, “অশোভন আচরণের কারণে শফিউদৌলাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং তাকে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়েছে।”
Nazmul Islam 










