বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন, নাটোর জেলা শাখার আয়োজনে আজ সোমবার সকাল ৯টা ৩০ মিনিট থেকে ১১টা ৩০ মিনিট পর্যন্ত দুই ঘণ্টাব্যাপী কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।
কর্মসূচিতে জেলার অধস্তন আদালত ও ট্রাইব্যুনালের সহায়ক কর্মচারীরা অংশগ্রহণ করেন। তারা জানান, বিচার বিভাগের জন্য সুধীম কোর্টের অধীন পৃথক সচিবালয় গঠন এবং সহায়ক কর্মচারীদের বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস বেতন স্কেলের আওতায় বেতন-ভাতা প্রদানের দাবিতে এ কর্মসূচির আয়োজন করা হয়।
তাদের আরও দাবি, জুডিসিয়াল সার্ভিস বেতন স্কেলের ১ম থেকে ৬ষ্ঠ গ্রেডের পরবর্তী ধাপে ৭ম থেকে ১২তম গ্রেড পর্যন্ত অন্তর্ভুক্তি, বিদ্যমান ব্লক পদ বিলুপ্ত করে যুগোপযোগী নতুন পদ সৃষ্টি এবং যোগ্যতা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতির সুযোগ রেখে স্বতন্ত্র নিয়োগবিধি প্রণয়ন করা।
আন্দোলনকারীরা বলেন, গত ৪ মে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টিগোচরে আনলেও দাবির বাস্তবায়নে এখনো দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। ফলে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী দেশের অন্যান্য জেলার মতো নাটোরেও এ কর্মবিরতি পালন করা হয়েছে।
তারা আরও জানান, দাবি আদায়ে পরবর্তীতে কেন্দ্র ঘোষিত যেকোনো কর্মসূচি বাস্তবায়নে তারা প্রস্তুত রয়েছেন।
Nazmul Islam 















