দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার (২৮ এপ্রিল) সকালে প্রকাশিত পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিমাঞ্চল হয়ে পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত একটি লঘুচাপের বর্ধিতাংশের কারণে এই বৃষ্টিপাত হতে পারে।
আগামী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জেলায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি দেশের তাপমাত্রাও এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।
বিশেষ করে গোপালগঞ্জ, পাবনা, সিরাজগঞ্জ, যশোর ও পটুয়াখালীতে বয়ে যাওয়া তাপপ্রবাহ প্রশমিত হতে পারে বলে জানানো হয়েছে।
মঙ্গলবার ও বুধবারের পূর্বাভাসেও দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা এবং তাপমাত্রা হ্রাসের ইঙ্গিত দিয়েছে আবহাওয়া অফিস।
সংরক্ষিত
Nazmul Islam 














